ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
উজিরপুরে বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর গনসংযোগে কেন্দ্রীয় প্রচার দল
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Thursday, 29 January, 2026, 7:18 PM

উজিরপুরে বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর গনসংযোগে কেন্দ্রীয় প্রচার দল

উজিরপুরে বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর গনসংযোগে কেন্দ্রীয় প্রচার দল

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে কেন্দ্রীয় প্রচার দলের উদ্যোগে উজিরপুর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কবির হাসান মৃধার নেতৃত্বে উজিরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রচারণায় অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার দলের সম্পাদক মোঃ আকবর আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার দলের যুক্তরাষ্ট্রভিত্তিক সভাপতি আজিজুল সামাদসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় প্রচার দলের নেতৃবৃন্দ উজিরপুর উপজেলার বামরাইল, শিকারপুর, গুঠিয়া, ধামুরা সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেন। এসময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির রাষ্ট্র পরিচালনার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

দুপুর আনুমানিক আড়াইটার দিকে কেন্দ্রীয় প্রচার দলের নেতৃবৃন্দ বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনী পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এসময় ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং আবেগঘন পরিবেশে এস সরফুদ্দিন আহমেদ সান্টু কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কবির হাসান মৃধার মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। এতে উপস্থিত নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

এরপর মোঃ কবির হাসান মৃধা তার নিজ গ্রাম হস্তিসুন্ডে পিতা-মাতার কবর জিয়ারত করেন। পাশাপাশি তিনি হস্তিসুন্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনভর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন।

গণসংযোগকালে বক্তব্যে মোঃ কবির হাসান মৃধা বলেন, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে এবং টেকসই উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন কোনো অপশক্তি গণতন্ত্রের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। সকল নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় প্রচার দল ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। এসময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা একযোগে ভোটের মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগ ও পথসভা শেষে পুরো উজিরপুর উপজেলা, ভোট দিবো কিসে—ধানের শীষে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status