|
কাপাসিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তল, গোলাবারুদ ও পেট্রোল বোমা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাপাসিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তল, গোলাবারুদ ও পেট্রোল বোমা উদ্ধার মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপাসিয়া উপজেলার গোয়ালের টেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ এবং বেশ কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এছারা একটি দেশি চাকু ও একটি বোতলে তরলজাত পদার্থও জব্দ করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যে কোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
