ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জে প্রানী সম্পদ কর্মকর্তাসহ আটক ৫ জন মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে প্রশাসন
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 9:53 PM

চাঁপাইনবাবগঞ্জে প্রানী সম্পদ কর্মকর্তাসহ আটক ৫ জন মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে প্রানী সম্পদ কর্মকর্তাসহ আটক ৫ জন মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে প্রশাসন

রাতের আঁধারে পশু সম্পদ হাসপাতালের সরকারী পশু খাদ্য পাচারের সময় স্থানীয়দের হাতে অবরুদ্ধ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। 

মঙ্গলবার রাতে অবরুদ্ধের পর বুধবার দুপুরে সেনাবাহিনীর সহায়তায় নাচোল থানায় নেয়ার পর তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় তার সাথে ওই অফিসের আটক আরো ৫ কর্মচারীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি স্বীকার করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের নাইট গার্ড দোস্ত মোহাম্মদ রাতে ডিউটি করার সময় গভীর রাতে ইউএলও কে ৫-৬ জন কর্মচারীর সহায়তায় একটি স্টিয়ারিং গাড়িতে ফিডের বস্তা ও ওষুধ ভর্তি করতে দেখে লেবার সর্দার রিপনসহ নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নাচোল থানার ওসিকে অবহিত করেন। 

পরে রিপন উপস্থিত হলে তারা দ্রুত গাড়ী থেকে পশু খাদ্য মালামাল নামিয়ে ফেলে। এদিকে রাতেই নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সেখানে রেখে মালামাল ক্রেতা গাজু আলী (৪৮) ও একই উপজেলার বচনাটোলা গ্রামের আবুল কালামের ছেলে ভুটভুটি চালক ফারিকুল (৪৯) কে আটক করে নিয়ে যান।

এদিকে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নাচোল উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, কর্মচারী আশিক, নারায়ন, মাহিদুর ও বাবুকে আটক করে নাচোল থানায় নিয়ে যাবার পর ইউএলওর সহযোগিতায় ম্ল্যূবান সরকারী মালামাল হাসপাতাল থেকে রাতের বেলায় পাচারের ঘটনাটি তদন্তের নামে সরকারী সম্পদ বিক্রি না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

এ ঘটনায় সচেতন মহলে সমালোচনা শুরু হয়েছে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status