|
দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ আব্বাসী, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, ঐক্য পরিষদের নেতা মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, সেখ সেলিম, হিমাংশু ঘোষ, রাইদুল ইসলাম সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করা হয়নি। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে যদি পে-স্কেল ঘোষনা দেয়া না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে। দাবী বাস্তবায়নে আগামী কাল সকাল ১১টায় গৃহীত কর্মসুচীতে অংশনেয়ার জন্য আহবান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
