|
পাইকগাছায় বিনামূল্যে ডেন্টাল ও চক্ষু চিকিৎসা সেবা পেল ৩০০ জন
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় বিনামূল্যে ডেন্টাল ও চক্ষু চিকিৎসা সেবা পেল ৩০০ জন স্থানীয় বাসিন্দা সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্বাবধানে এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা'র গ্রামীন চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট ও সহযোগিতা করেন পাইকগাছার আমেনা ডেন্টাল কেয়ার। চক্ষু বিষয়ে ডাঃ সোহানুর রহমান ও ডেন্টাল চিকিৎসক হিসেবে ডেন্টিস্ট মোঃ মহব্বত আলী গাজী চিকিৎসা প্রদান করেন। গ্রামীণ চক্ষু হাসপাতালে অরগানাইজার আরাফাত হোসেন টিম ম্যানজমেন্টার দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা বলছেন, অনুষ্ঠিত এ ক্যাম্পে সানাক্তকৃত ৩০ জন ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, এক মাসের ঔষধ ও চশমা প্রদান করা হবে। আয়োজকদের মধ্যে সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করে বলেন, আগামীতেও গরীব ও অসহায় চক্ষু ও দাঁতের রোগিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
