|
আইফোন ও মোটরসাইকেলের লোভে অপহরণের নাটক, সেনাবাহিনীর হাতে যুবক উদ্ধার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() আইফোন ও মোটরসাইকেলের লোভে অপহরণের নাটক, সেনাবাহিনীর হাতে যুবক উদ্ধার গত বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকার সময় মো: মুরাদ হোসেন (১৯), পিতা: মোঃ মিলন মিয়া, সাং: বাঘাইহাট, সাজেক, রাঙামাটি—কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা নেন এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীঘিনালা জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছোট মেরুং এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকায় উদ্ধারকৃত যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার উদ্দেশ্যে সে নিজেই অপহরণের নাটক সাজিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
