|
ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও পথসভা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও পথসভা ২৮ জানুয়ারী ২০২৬ (বুধবার) দুপুরে গণসংযোগ কর্মসূচির মিছিলটি গুলশান-২ এলাকা থেকে শুরু হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে দিয়ে অগ্রসর হয়ে গুলশান-১ ডিএনসিসি মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মোঃ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমন্বয়ক নজিবুল্লাহ মিলন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। গণসংযোগ ও পথসভায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
