|
চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে ৫ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে ৫ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সন্ধ্যার একটু আগে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে কিভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
