|
প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নিশোকে নিয়ে যা লিখলেন মেহজাবীন
নতুন সময় ডেস্ক
|
![]() প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নিশোকে নিয়ে যা লিখলেন মেহজাবীন এবারের আসরে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন। এদিকে, প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন আফরান নিশো; ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল। প্রথম সিনেমাতে আফরান নিশোর এই পুরস্কারে শোবিজ অঙ্গনে প্রশংসার জোয়ার বয়ে গেছে। এবার ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন লিখলেন, ‘অভিনন্দন আফরান নিশো ভাইয়া। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।’ তাছাড়া সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন মেহজাবীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
