|
রাজস্থলীতে সেনাবাহিনীর মতবিনিময়
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে সেনাবাহিনীর মতবিনিময় বৃহস্পতিবার (২৯জানুয়ারি) কাপ্তাই জোন (৩৮ বীর) রাজস্থলী সাব জোন প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাব জোন কমান্ডার ও জোন উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান । সভায় উপ অধিনায়ক বলেন, রাজস্থলী উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন সময়ে কিছু বিশেষ চ্যালেঞ্জ সৃষ্টি করলেও সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সেগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ (সেনাবাহিনী) দেশের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সভায়,বাঙ্গালহালিয়া ক্যাম্প কমান্ডার মেজর তানভীর হাসান সিফাত, রাজস্থলী সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সাইদ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান সহ উপজেলা আনসার ভিডিপি, আনসার ব্যাটলিয়ন কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
