|
চাকঢালা সীমান্তে বিজিবির অভিযানে ৩০০ পিস গেঞ্জিসহ কারবারী আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() চাকঢালা সীমান্তে বিজিবির অভিযানে ৩০০ পিস গেঞ্জিসহ কারবারী আটক শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৩ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ির গয়ালকাটা এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০০ পিস গোলগলা গেঞ্জিসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. আব্দুল আলম (৩৫)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারপাড়া এলাকার মৃত রশিদ আহাম্মদের ছেলে। ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় চাকঢালা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালান কারবারীকে আটক করে। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।” আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
