|
তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে আটক
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে আটক ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার সময় উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায়। ঘটনার পরপরই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতাল গেট এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিকাশে দোকানে লেনদেন করেন। হঠাৎ করে এক যুবক তার দোকানে পিস্তল উঁচিয়ে তার কাছে টাকা দাবি করে। এ সময় বাজারের লোকজন দেখতে পেয়ে সংঘবদ্ধ হয়ে দৌঁড়ে গিয়ে জাপটেধরে ফেলে পুলিশ কে খবর দেয়। জনতার হাতে আটক হওয়ার পর জানা যায় ওই ছিনতাইকারীর নাম রানা আহমেদ (২২)। সে সিরাজগঞ্জ সদরের খোকসাবাড়ি মহল্লার আব্দুল মোমেনের ছেলে। পরে পুলিশের কাছে সে স্বীকার করে পিস্তলটি মূলত: একটি গ্যাস লাইটার। বিয়টি পরবর্তীতে স্থানীয়ভাবে মিটমাট করা হয়। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। তবে খোঁজ নিয়ে জানা যায় ছেলেটা কিছুটা অপ্রকৃতিস্থ। এ কারণে স্থানীয় লোকজন বসে মানবিক বিবেচনায় একটি মিমাংসা করে দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
