ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রার্থীরা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 27 October, 2025, 7:53 PM

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রার্থীরা

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রার্থীরা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭ এর তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) সকালে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-২০২৭ এর নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। আগামী ১০ নভেম্বর ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। 

২৭ অক্টোবর মনোনয়নপত্র বিক্রয়, ৩০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, আগামী ৩অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ৪ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ, আগামী ৫ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তির নিষ্পত্তি এবং একই দিনে প্রার্থীগণের প্রাথমিক তালিকা প্রকাশ, ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। 

আগামী ১০নভেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ নির্বাচনী ৭টি পদে নির্বাচন করবেন প্রার্থীরা। 

ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি পদে ও কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন।  মোট ভোটার ১৭৫১ জন, নারী ভোটার ১৩২ জন ও পুরুষ ১৬১৯ জন। মনোনয়নপত্র গ্রহণের দিনে ভাইস চেয়ারম্যান পদে ৬জন, সেক্রেটারি পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জনসহ মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বিকালে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম মনিটরিং করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলাসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status