|
টেকনাফে র্যাবের অভিযানে মুক্তিপণ ও পাচারের হাত থেকে উদ্ধার ২২
নতুন সময় প্রতিনিধি
|
![]() টেকনাফে র্যাবের অভিযানে মুক্তিপণ ও পাচারের হাত থেকে উদ্ধার ২২ রোববার (২৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান শেষে মুক্তিপণ আদায় ও মানব পাচারের উদ্দেশ্যে পাহাড়ে জিম্মি করে রাখা ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১ জন বাংলাদেশি পুরুষ এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক। তৎমধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে মানব পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ভিকটিম মোবারক (১৭) জানান, ১৩ অক্টোবর বিকালে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে সিএনজি যোগে অপহরণ করে করাচিপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্য ভিকটিমরা জানান, পাচারকারীরা তাদের বিভিন্ন ক্যাম্প ও স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করতো। মুক্তিপণ না দিলে মালয়েশিয়া পাঠানোর হুমকি দেওয়া হতো। এমনকি ভিকটিম আমান উল্লাহসহ কয়েকজনের শরীরে সিগারেটের আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং প্লায়ার্স দিয়ে আঙুলের নখ তুলে ফেলা হয়। র্যাবের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, পাচারচক্রের সদস্যদের মধ্যে রয়েছে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচিপাড়া এলাকা মো. আহমদের ছেলে মো. খলিল (৪৫), মো. খলিলের ছেলে রাশেদুল ইসলাম (২০) ও মো. খলিলের স্ত্রী জাহানারা (৪১), বশর হাজীর ছেলে আব্দুল্লাহ মেম্বার (৩৫), কবির সওদাগরে ছেলে আব্দুল (২৬), শহিদুল্লাহ (২২), মৃত আব্দুস সালামের ছেলে আব্দুর রশিদ (২৮), মো. সোনা আলীর ছেলে ওসমান গনি (২৬) ও আহমদ মিয়ার ছেলে ইয়াকুব (৩৫)। উদ্ধার অভিযানের পর মানব পাচার ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, “মানব পাচার একটি ঘৃণ্য অপরাধ। এই চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
