ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
হাসপাতালের খাবারে নিম্নমানের সামগ্রীর ব্যবহার দুদকের অভিযান
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Monday, 27 October, 2025, 2:35 PM

হাসপাতালের খাবারে নিম্নমানের সামগ্রীর ব্যবহার দুদকের অভিযান

হাসপাতালের খাবারে নিম্নমানের সামগ্রীর ব্যবহার দুদকের অভিযান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকলে ৫০ শয্যা হাসপাতাল যেখানে চিকিৎসা নেয় দুই উপজেলার প্রায় ২ লক্ষ মানুষ। প্রতিদিনেই হাসপাতালের বেড ফাঁকা না থাকায় চিকিৎসা নিতে হয় ফ্লোরেই।আর সেই এত বড় সরকারি হাসপাতালে খাবার থেকে শুরু করে ওয়াশরুম, চিকিৎসা এবং অবৈধভাবে গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের বাণিজ্য থেকেও রেহাই পায় না সাধারণ রোগীরা। এমন তথ্য বেরিয়ে আসে দুদকের পরিচালিত অভিযানে।

গতকাল(২৬ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিভিন্ন বিভাগে অভিযান চালায়। এসময় রোগীদের খাদ্য, ওষুধ,ল্যাবসহ সকল বিষয়ে তদন্ত করা হয়।

এ সময় উপস্থিত সাধারণ মানুষ হাসপাতালে নিয়মিত প্রয়োজনীয় ওষুধ না পাওয়া, ডেন্টাল সার্জনের নিয়মিত চিকিৎসাসেবা না পাওয়া এবং জরুরি বিভাগের সেবার ক্ষেত্রে হয়রানি সহ অপরিষ্কারের কথা তুলে ধরেন। এবং খাদ্য সরবরাহকারী ঠিকাদারসহ চিকিৎসাকদের দীর্ঘ মেয়াদে থাকার কারণে এসব অনিয়ম হচ্ছে বলে জানান তারা।

জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন,কমিশনের অনুমোদনক্রমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম,অসঙ্গতি দেখা গেছে। রোগীদের নিম্নমানের খাবার,ওয়াশরুম অপরিষ্কার,বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে ল্যাবের টেকনিশিয়ানরা বাইরের ডায়াগনস্টিক সেন্টার দিয়ে ব্যবসা করে এবং জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তাররা রোগীদের রোগ নির্ণয় করার জন্য বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করে অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে সব ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও সেটা তারা করছেন না।

এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অভিযান পরিচালনা টিম।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী নিজের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, তার স্টাফরা তার কথা শুনছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ম্যানেজমেন্টে সমস্যা থাকার কথা স্বীকার করেন এবং বলেন,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status