ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 27 October, 2025, 4:06 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। এ উপলক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল।

আয়োজকরা জানান, গ্রামীণ জনগণ এখনো পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমরা যুব দলের সদস্যরা এই সেবা উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই। সে লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প মানুষের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিবগঞ্জ শাখার সদস্যরা।

স্থানীয় জনগণের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করণে ফ্রি মেডিকেল ক্যাম্পে এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শিবগঞ্জ পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার এবং মোসলেম উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে নারী-শিশু ও প্রবীণ রোগীদের উপস্থিতিতে সাধারণ রোগ, ডায়াবেটিস, অর্থোপিডিক্স, মেডিসিন, গাইনি রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক দল। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status