|
উত্তর রাঙ্গুনিয়ায় 'ফাতেমা নুর কনভেনশন হলের যাত্রা শুরু
এম. মতিন, রাঙ্গুনিয়া
|
![]() উত্তর রাঙ্গুনিয়ায় 'ফাতেমা নুর কনভেনশন হলের যাত্রা শুরু উপজেলার উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার সোনারগাঁও রাস্তামাথা এলাকায় নিজস্ব জায়গা এ কনভেশন হলটি তৈরি করেছে ওমান প্রবাসী মুহাম্মদ বোরহান উদ্দিন। আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে সাজানো এই কনভেশন সেন্টারে অতিথিদের গাড়ি পার্কের এর জন্য রয়েছে সুবিশাল জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। ফ্রি ওয়াইফাই সুবিধা। সোমবার (২৭ অক্টোবর) সকালে ফিতা কেটে এ কনভেনশন হলের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউছুপ চৌধুরী বলেন, “এলাকায় আধুনিক অবকাঠামো নির্মাণ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে। তাছাড়া উত্তর রাঙ্গুনিয়ায় অভিজাত ও দৃষ্টিনন্দন একটি কনভেনশন সেন্টারের অভাব ছিল। যার কারণে এখানকার মানুষকে সামাজিক অনুষ্ঠান আয়োজনে উপজেলার সদর ও চন্দ্রঘোনায় করতে হতে। এতে সময় ও অর্থের অপচয় হত। এখানে একটি কনভেনশন হল হওয়ায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠান আয়োজন সহজ হবে এবং মানুষের ভোগান্তিও কমবে।” কনভেনশন হলের মালিক মুহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “আধুনিক মানের একটি কনভেনশন হল নির্মাণ করা ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। অভাব পূরণে আমি করার চেষ্টা করেছি। এখানে স্বল্প খরচে জন্মদিন, আকিকা, বস্ত্রলংকার, মেহেদী, বিয়ে, বৌভাত, ওয়ালিমা, বিবাহ বার্ষিকী, শ্রাদ্ধ মেজবানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সুযোগ রয়েছে। অনুষ্ঠান আয়োজনে ভাড়া নির্ধারণ প্রসঙ্গে বোরহান উদ্দিন আরও বলেন, আমরা সেবার মানসিকতা নিয়ে এই কনভেশন সেন্টারটি করেছি। তাই ভাড়া মধ্য ও নিম্ন মধ্যবিত্তের নাগালে থাকবে। একই সাথে গরিব-অসহায় ও অস্বচ্ছল পরিবারের জন্য থাকছে বিশেষ ছাড়। এদিকে এ কনভেনশন হল চালুর মাধ্যমে বহুদিনের অভাব পূরণ হলো। আগে বিভিন্ন অনুষ্ঠান করতে দূরে যেতে হত—এখন নিজ এলাকায় নিরিবিলি, নিরাপদ ও আধুনিক পরিবেশে অনুষ্ঠান করার সুযোগসহ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল “ফাতেমা নুর কনভেনশন হল”—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনশন হলের প্রতিষ্ঠাতা বোরহান উদ্দিনের পিতা মো. নুরুল আলম, শ্বশুর মো. শামসুল হক মনা কোম্পানি পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
