|
পঞ্চগড়ে দেশি পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে দেশি পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলী-এর নেতৃত্বে এনএসআই ও বিজিবি সদস্যদের সহযোগিতায় সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির পূর্ব পাশে অবস্থিত ঘড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে অভিযুক্ত আব্দুল কুদ্দুস পলাতক ছিলেন। পরিদর্শক মঈন উদ্দিন কবির আরও জানান, দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস ওই এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন— এমন গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ঘটনায় আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। স্থানীয় এলাকাবাসী জানায়, কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে, যাতে জেলার মাদক ও অস্ত্র চক্রকে সম্পূর্ণরূপে নির্মূল করা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
