|
ইনফিনিক্স-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই ও উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা
নতুন সময় ডেস্ক
|
![]() ইনফিনিক্স-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই ও উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা কর্মশালাগুলো শিক্ষার্থীদের নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করছে। একই সাথে দেখাচ্ছে, কীভাবে এআই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে। এই সেশনগুলোতে অংশগ্রহণকারীরা হ্যান্ডস-অন ডেমো, ইন্টার্যাকটিভ লার্নিং ও বাস্তব উদাহরণের মাধ্যমে শেখার অভিজ্ঞতা লাভ করছেন যা তাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নেতৃত্ব দিতে প্রস্তুত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব ও বিইউবিটি– দিয়ে শুরু হওয়া এই কর্মশালা এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হচ্ছে। প্রতিটি সেশনে শিক্ষার্থীরা গেমিং এক্সপেরিয়েন্স ও ইনফিনিক্সের ওয়ান ট্যাপ এআই–এর মতো ফিচার নিজের হাতে ব্যবহার করে দেখেছেন। এতে তারা বুঝতে পেরেছেন কীভাবে এআই আমাদের জীবনকে আরও সহজ, সংযুক্ত ও সৃজনশীল করে তুলছে। শিক্ষার্থীরা গেমিং সেশনে অংশগ্রহণ করে ওয়ান ট্যাপ এআই–এর মতো আধুনিক ফিচার কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে। কীভাবে এআই আমাদের দৈনন্দিন জীবনে সুবিধা, সংযোগ ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করছে সে বিষয়ে শিক্ষার্থীরা সরাসরি ধারণা পাচ্ছেন। ইনফিনিক্সের এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণদের হাতে ভবিষ্যতের প্রযুক্তি তুলে দেওয়া। শিক্ষার্থীরা যেন শুধু তত্ত্ব নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এআই শিখতে পারে এই উদ্দেশ্যেই ব্র্যান্ডটি সরাসরি ক্যাম্পাসে শিক্ষা ও উদ্ভাবনের কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিকে আরও সহজবোধ্য ও প্রাসঙ্গিক করে তুলছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিটি ক্যাম্পাসে স্থাপিত ইনফিনিক্স এক্সপেরিয়েন্স বুথ তরুণদের মিলনস্থলে পরিণত হয়। সেখানে ছোট ছোট প্রতিযোগিতা, স্মার্টফোনের নতুন ফিচার ঘিরে কৌতূহল, আর নতুন প্রজন্মের শিক্ষা ও বিনোদনের অভিজ্ঞতা- সবকিছুর ভেতর দিয়ে একটি আনন্দমুখর শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়। ‘লেভেল আপ উইথ এআই’–এর মাধ্যমে ইনফিনিক্স ক্যাম্পাসকে শুধু শিক্ষা নয়, বরং উদ্ভাবন ও কল্পনার উপযুক্ত ক্ষেত্র হিসেবে দেখাতে চেয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের ইতিবাচক সাড়া পেয়ে ইনফিনিক্স এখন দেশের আরও বেশি বিশ্ববিদ্যালয়ে কানেক্ট প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে ব্র্যান্ডটি প্রযুক্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ও পরবর্তী প্রজন্মের উদ্ভাবকদের হাতে ক্ষমতায়নের বার্তা পৌঁছে দিতে চায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
