|
দেশের সর্ববৃহৎ সার্ভিস এরিনা উদ্বোধন করলো সুজুকি বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() দেশের সর্ববৃহৎ সার্ভিস এরিনা উদ্বোধন করলো সুজুকি বাংলাদেশ রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শহীদ আজিজ হল-এর ৬৭ নং রোডে ২২,০০০ বর্গফুট আয়তনের আধুনিক সার্ভিস এরিনা অবস্থিত। এখানে সুজুকির বিশ্বব্যাপি সমাদৃত ৫এস ব্যবস্থা, অর্থাৎ, সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস, সেফটি/রাইডিং স্কুল এবং স্কিল/টেকনিশিয়ান ট্রেনিং সেবা এক ছাদের নিচেই পাওয়া যাবে। এই সমন্বিত কাঠামো ব্যবহারকারীদের মোটরসাইকেল ক্রয় থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পর্যন্ত এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটোমোবাইল ডিভিশন ৩- এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান এবং অটোমোবাইল ডিভিশন ৩- এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান সহ আরও অনেকে। উদ্বোধনকালে অটোমোবাইল ডিভিশন ৩- এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, বাংলাদেশের মোটরসাইকেল সার্ভিস সেক্টরে নতুন মানদণ্ড স্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সার্ভিস এরিনা শুধু সেবার মান বৃদ্ধি করবে না, বরং দক্ষ রাইডার ও টেকনিশিয়ান তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ভবিষ্যতে পরিবহন সেক্টরে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করবে এবং আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের সেবা নিশ্চিত করবে বলে আমি আশা করি। অটোমোবাইল ডিভিশন ৩- এর এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান বলেন, এটি সুজুকির বৈশ্বিক সার্ভিস নেটওয়ার্কের মধ্যে সর্ববৃহৎ ৫এস সেন্টার, যা গ্রাহকের সুবিধা, নিরাপত্তা ও উদ্ভাবনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ২২,০০০ বর্গফুট জায়গায় গড়ে তোলা এই বিশ্বমানের সার্ভিস স্পেসে রয়েছে ৩২টি র্যাম্প, যা দ্রুত ও স্মার্ট সার্ভিস ডেলিভারি নিশ্চিত করবে। পাশাপাশি সার্ভিস, স্পেয়ার পার্টস, রাইডিং স্কুল ও টেকনিশিয়ান ট্রেনিংয়ের পূর্ণাঙ্গ সমন্বয় সুজুকির উৎকর্ষের ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে বিশ্বাস করি। নতুন সার্ভিস এরিনা সুজুকি’র উদ্ভাবন ও মানসম্মত সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। কারণ, এখানে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ কর্মী, নির্ভরযোগ্য যন্ত্রাংশ ও বিশেষায়িত রাইডিং স্কুল সবই রয়েছে, যা মোটরসাইকেল ব্যবহারকারীদের যেকোন প্রয়োজন মেটাতে সক্ষম। সার্ভিস ডিসকাউন্ট: সুজুকি বাংলাদেশের এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা। সার্ভিস ফুটফল বৃদ্ধি ও গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত সার্ভিস চার্জ ও একস্টার লুব্রিকেন্টে থাকছে ২৫% ছাড়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
