|
চকরিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() চকরিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত নিহতরা হলেন, রিয়াদ উদ্দিন মিয়া (৩১), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে। মুসা মোল্লা (২৮), একই উপজেলার ঘোসালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে। চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন জানিয়েছেন, পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিয়াদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মুসা মোল্লাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। ওসি আরিফুল আমিন আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে, কিন্তু ঘাতক পিকআপ ট্রাকটি পালিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
