ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
৫০ কোটি টাকার মানহানির মামলা
গাজীপুরে বিএনপি নেতা শওকত সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
মো মাসুদ রানা, গাজীপুর
প্রকাশ: Sunday, 26 October, 2025, 9:26 PM

গাজীপুরে বিএনপি নেতা শওকত সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

গাজীপুরে বিএনপি নেতা শওকত সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

গাজীপুরে বিএনপির নেতার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সংসদীয় আসন-২ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. শওকত হোসেন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

এদিকে  গাড়ি বিক্রির টাকা লেনদেনের ঘটনা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগে চাঁদাবাজির অপপ্রচার  চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের  বিরুদ্ধে গাজীপুর আদালতে ৫০ কোটি টাকার  মানহানি মামলা করা হয় এবং একই অভিযোগ করে সংবাদ সম্মেলন  করেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। 

রবিবার ২৬ অক্টোবর গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি বলেন,  আফজাল হোসেন নামে এক ব্যাক্তি  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে আমি চাদা নিয়েছি যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক। 

বাস্তবতা হলো আফজাল আমার পূর্ব পরিচিত  ২৮ জুলাই  ২০২৪ সালে মো:আফজাল হোসেন ঢাকার প্রগতি স্বরণিতে আমার ছেলের ব্যাসায়িক প্রতিষ্ঠান এম/এস কার সাম্রাজ্য থেকে একটি নোহা স্কয়ার  হাইব্রিড  চ্যাসিস নং-তডজ৮০-০৪৪১২২০, ইঞ্জিন নং ২তজ - ঙঋ৪৮২৮১ (চল্লিশ লক্ষ) টাকা মূল্যের  গাড়িটি ক্রয় করে। এসময় জামানত হিসেবে ১০ লাখ টাকার ব্যাংক চেক জামানত রাখে।

পরে দুই মাস পর ১লা অক্টোবর পূবালী ব্যাংক পিএলসি টঙ্গী ব্রাঞ্চ থেকে আফজাল হোসেন ২০ লক্ষ টাকা ঝৃণ গ্রহন করে আমাকে টাকা দেয়। পরবর্তীতে বাকি টাকা ভেঙে  ভেঙে কয়েক দাপে আমাকে পরিশোধ করে। আফজাল হোসেন আমাকে পাওনা টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। 

আমি এর তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানাচ্ছি। এতেও ক্ষান্ত হয়নি চক্রান্তকারীরা কাশিমপুরে আমার ক্রয়কৃত সম্পত্তি, আফজাল ও সাইফুল ইসলামের ব্যাবসায়িক লেনদেন রয়েছ উভয়ের মধ্যে দন্দ নিয়ে আমার কাছে আসলে আমি দুই পক্ষের সাথে কথাবলে সমাধান করি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাক্ষা দিয়ে প্রচার করা হয়। 

এসব অপপ্রচারের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি মোঃশওকত হোসেন বাদি হয়ে ২৬/১০/২০২৫ ইং তারিখে মোঃআফজাল হোসেনর বিরুদ্ধে  গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ মামলায় ৫০ কোটি টাকা দাবি করে মানহানি  মামলা দায়ের করেন।   এছাড়া তিনি আরও বলেন আফজাল আসলে একজন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি নিজেকে গাজীপুর মহানগর আওয়ামী যুব লীগ নেতা হিসেবে নিজিকে পরিচয় দিত। 

গাজীপুর মহানগর  আওয়ামী যুব লীগের আহবায়ক সহ  আরও অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পোস্টার রয়েছে। আমার মনে হচ্ছে পুরো বিষয়টা একটা রাজনৈতিক কুট কৌশল। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হেও করাই আসল উদ্দেশ্য। 

তিনি আরও বলেন বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে  আমার বিরুদ্ধে ৪২ টি মামলা দিয়েছে। এসব মামলায়  আমি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগারে জেল খেটেছি। আমি কখনো জাতীয়তাবাদী আদর্শকে সমূন্ত রাখতে আমি কখনো অন্যায় এবং আওয়ামী লীগের  কাছে নতি স্বীকার করেননি বলেও জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status