ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১০ কার্তিক ১৪৩২
আলফাডাঙ্গায় আলীগের সমন্বয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 26 October, 2025, 10:24 PM

আলফাডাঙ্গায় আলীগের সমন্বয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আলফাডাঙ্গায় আলীগের সমন্বয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছে দলের একাংশের শতাধিক নেতাকর্মী। ত্যাগী নেতাদের উপেক্ষা করে আওয়ামী লীগঘনিষ্ঠ ও অর্থবিত্তশালী ব্যক্তিদের নতুন কমিটিতে স্থান দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতারা।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে আলফাডাঙ্গা পৌরসভার হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। তিনি বলেন,যারা বছরের পর বছর ধরে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদধারী ও সুবিধাভোগীদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। এই কমিটি আমরা মানি না, মানবও না।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রনেতা আবু সালেহ মুশা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুকিনুর রহমান, বানা ইউনিয়ন যুবদলের সভাপতি রতন হাদী ও পাচুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status