|
আলফাডাঙ্গায় আলীগের সমন্বয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় আলীগের সমন্বয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রবিবার (২৬ অক্টোবর) বিকালে আলফাডাঙ্গা পৌরসভার হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। তিনি বলেন,যারা বছরের পর বছর ধরে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদধারী ও সুবিধাভোগীদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। এই কমিটি আমরা মানি না, মানবও না। এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রনেতা আবু সালেহ মুশা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুকিনুর রহমান, বানা ইউনিয়ন যুবদলের সভাপতি রতন হাদী ও পাচুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
