|
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করলো রবি
নতুন সময় ডেস্ক
|
![]() বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করলো রবি দীর্ঘদিন ধরে ওয়াকচাকু পাড়ার বাসিন্দারা তীব্র পানির সংকটে ভুগছিলেন। এখন এই প্রকল্পের মাধ্যমে ১৩৪ জন শিক্ষার্থীসহ ৪১৭ জন স্থানীয় বাসিন্দা সারা বছর নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন। প্রকল্পের আওতায় দুটি ৫,০০০ লিটার ধারণক্ষমতার রিজার্ভার ও ২,৫০০ ফুট দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে, যা পাহাড়ি ঢালুর সীমাবদ্ধতা কাটিয়ে একটি স্থায়ী পানি সরবরাহ ব্যবস্থা তৈরি করেছে। ফলে বাসিন্দাদের আর ১,৫০০ ফুট উঁচু পাহাড় বেয়ে অনিরাপদ উৎস থেকে পানি সংগ্রহ করতে হয় না। পানি সংগ্রহের সময় ৭০ শতাংশ পর্যন্ত কমে আসায় তারা এখন সেই সময়টুকু শিক্ষা, কর্মসংস্থান ও গৃহস্থালি কাজে ব্যবহার করতে পারছেন। পাশাপাশি ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ও আমাশয়ের মতো পানিবাহিত রোগের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমেছে। রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, নিরাপদ পানির নিশ্চয়তা শুধু মৌলিক চাহিদা নয়, এটি স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনের পূর্বশর্ত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকতে রবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আহমেদ ফাহমি জানান, স্থানীয় অংশগ্রহণ ও সৃজনশীল প্রকৌশল সমাধানের সমন্বয়ে টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। এই প্রকল্প জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—সুস্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন—অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
