|
স্টারলিঙ্ক টিম গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-তে সংযোগের ভবিষ্যৎ গড়ার পথে
নতুন সময় ডেস্ক
|
![]() স্টারলিঙ্ক টিম গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-তে সংযোগের ভবিষ্যৎ গড়ার পথে ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্পেসএক্স থেকে ওশান বীরাসিংহে, ব্রায়ান শিন এবং নাটালি রাইডার। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র পক্ষ থেকে চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, মার্কেটিং হেড সেলিম বাদলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় আলোচনা হয় বাংলাদেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র মাধ্যমে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা সম্প্রসারণের কৌশল নিয়ে। এছাড়া, প্রতিষ্ঠানের ৩০টি শাখার মাধ্যমে দ্রুত প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং ভবিষ্যতে গ্রাহকদের জন্য সহজ প্যাকেজ ক্রয়ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনাও উপস্থাপন করা হয়। স্টারলিঙ্কের এই সফরকে বাংলাদেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তিবিদদের মতে, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ও স্টারলিঙ্কের এই অংশীদারিত্ব দেশের পাহাড়, চর ও দুর্গম গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
