|
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গতকাল ২৬ অক্টোবর রবিবার দুপুরে কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুড়িগ্রামের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ এস,এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, মাইটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল, মেডিকেল অফিসার ডাঃ আসিফ মাহমুদ, ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হক, কমিউনিটি ক্লিনিক অফিসার উম্মে কুলসুম, প্যানেল চেয়ারম্যান রহিম হায়দার রিপন, হেলথ অফিসার মনিরা আকতার উপস্থিত ছিলেন। এ সময় যাত্রাপুর ইউনিয়নের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা সহ ওষুধ বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
