|
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, ইয়াবা ও ভারতীয় পণ্যসহ ছাত্রলীগ ক্যাডার রানা আটক
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, ইয়াবা ও ভারতীয় পণ্যসহ ছাত্রলীগ ক্যাডার রানা আটক যৌথ বাহিনীর সদস্যরা ফুলগাজী অস্থায়ী সেনা ক্যাম্পের নেতৃত্বে। অস্ত্র, ইয়াবা ও ভারতীয় পণ্যসহ ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার পিস্তল রানা আটক। গতরাতে (২৬ অক্টোবর ২০২৫, শনিবার রাতে)। ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্ত এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক, অস্ত্র ও ভারতীয় পণ্য পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। ফুলগাজী অস্থায়ী সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদ অভিযানে আহত হন। সূত্র জানায়, আটক মাসুদ রানা ওরফে পিস্তল রানা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, ইয়াবা ও ভারতীয় পণ্য পাচার চক্রের সঙ্গে জড়িত। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে যৌথ বাহিনীর আরেক অভিযানে তার নিয়ন্ত্রণে থাকা দুটি অস্ত্র উদ্ধার করা হলেও সে পালিয়ে যায়। এছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় ছাত্রদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা বর্তমানে চলমান রয়েছে। নিরাপত্তা সূত্রে জানা গেছে, ফেনী ও আশপাশের সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
