ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা, কারণ কী?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 October, 2025, 4:22 PM

ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা, কারণ কী?

ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা, কারণ কী?

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বরাদ্দকৃত বৈধ বাণিজ্যিক স্থাপনা অবৈধ বলে উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদে জেলা শহরের সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছে ‘কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি’।

সোমবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন শুরু করছে জেলা শহরের ব্যবসায়ীরা। শহরের বহু ওষুধের দোকান বন্ধ রয়েছে। এতে রোগী এবং তাদের স্বজনরা চরম বিপাকে পড়েছেন।

এদিকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ওষুধ দোকানের ব্যবসায়ীরা উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘোরে। পরে তারা সরকারি মহিলা কলেজ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ছানাউল হক ভূইয়া, পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউল হক ও ব্যবসায়ী খোকন খানসহ অন্যরা বক্তব্য রাখেন।

ছানাউল হক ভূইয়া বলেন, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটে ১৪টি দোকান ২৮ হাজার টাকা করে সিকিউরিটি মানি দিয়ে বৈধ ভাবে ভাড়া নেওয়া হয়। ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া দিয়ে আসছে। অথচ সম্প্রতি বরাদ্দকৃত দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে; যা অমানবিক ও অবৈধ।

ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের জন্য পূর্বে চুক্তি অনুযায়ী ছয় মাস সময় দাবি করলেও কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ন্যায়সঙ্গত সমাধান চান জানিয়ে ছানাউল বলেন, “সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা সদর হাসপাতালসহ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নেন। সকাল থেকে শহর অভ্যন্তরে সব ফার্মেসি বন্ধ থাকায় ওষুধ কিনতে পারছেন না রোগীরা।

এ অবস্থায় বিপাকে পড়ার কথা জানিয়েছে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শান্তামোড়া গ্রামের রফিক মিয়ার ছেলে মনির মিয়া।

তিনি বলেন, “বাবাকে নিয়ে সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার দেখানোর পর বাবাকে সাতটা ইঞ্জেকশন দিয়েছে। কিন্তু ইঞ্জেকশন নিতে এসে দেখি ফার্মেসিতে বন্ধ।”

আক্ষেপের স্বরে মনির বলেন, “বাংলাদেশ ছাড়া সব দেশেই আন্দোলন হয়, কিন্তু ওষুধপত্র বন্ধ রাখে শুধু বাংলাদেশেই।” সদর উপজেলার সুলতান পুর থেকে সদর হাসপাতালে আসা রহিমা বেগম বলেন, “ডাক্তার দেখিয়ে জরুরি ওষুধ কিনতে গিয়ে দেখি ফার্মেসি বন্ধ। এটাতো ভোগান্তি।”

ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেছেন, “১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের আশপাশের দোকানগুলো আমাদের ভাড়া নেওয়া। আমরা নিয়মিত ভাড়া দিচ্ছি। অথচ আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোর করে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।”

তিনি বলেন, “এর প্রতিবাদে কয়েকদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে আসছি। তারপরও প্রতিকার না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আমরা অবস্থান কর্মসূচি পালন করব।”

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে মার্কেটের দোকান উচ্ছেদ করে কলেজের নতুন ফটক নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে নারী শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হান্নান খন্দকার বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো অযৌক্তিক না। তাদের দাবির পক্ষে শিক্ষা ও সংস্থাপন থেকে একাধিকবার চিঠিও এসেছে।

“কলেজের সীমানাপ্রাচীরসহ ফটকের একটি বরাদ্দও এসেছিল। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় বরাদ্দের সেই টাকা ফিরে গেছে। এখন আবার বরাদ্দ এসেছে।” তিনি বলেন, কলেজের জায়গা ও সামনের দোকানগুলো ১ নম্বর খাস-খতিয়ানের জায়গা। এগুলো সংস্থাপন মন্ত্রণালয়ের অধীন সরকারি সম্পত্তি। সরকারি সিদ্ধান্তের বাইরে এটি চলতে পারবে না।

“আমরা এবার সীমানাপ্রাচীরসহ ফটক নির্মাণের চেষ্টা করছি। বরাদ্দ যেন ফিরে না যায় সে জন্যই শিক্ষার্থীরা কর্মসূচি করেছেন। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় দোকানপাট ও ব্যবসা থাকতে পারবে না।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status