ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Monday, 27 October, 2025, 4:28 PM

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের হাত থেকে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার  (২৩ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করে পুলিশ। কিন্তু আটক করার পরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জটলা সৃষ্টি করে পুলিশের গতিরোধ করে। একপর্যায়ে পুলিশের হাত থেকে জোরপূর্বক খোকাকে ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুনের নির্দেশে বিএনপি নেতা আমিনুল ইসলাম রিপন, ছুটি, হিরন, রাজনসহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। তাদের হুমকি-চাপে পড়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে আসে। পরে বিএনপি নেতারা খোকাকে নিয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা খোকা দীর্ঘদিন ধরে ইউনিয়নের নানা অনিয়ম ও প্রভাব বিস্তারে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে বিএনপি নেতারা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেন, যা একপ্রকার রাষ্ট্রবিরোধী ও আইনের শাসনের চরম অবমাননা।

এলাকার সাধারণ মানুষ বিষয়টিকে ‘আইনের প্রতি ভয়হীনতার ভয়াবহ দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেছেন। একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে দেশে পুলিশ পর্যন্ত নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কই?”

এ বিষয়ে হোসেনপুর থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা খোকাকে নিয়মিত মামলার আসামি হিসেবে আটক করিনি নাশকতা সৃষ্টির গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি।  কিন্তু হঠাৎ কয়েকজন এসে আমাদের ওপর তোপের মুখ খোলে। পরবর্তীতে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে গেলে আমরা সংঘাত এড়াতে সরে আসি।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এটি ভবিষ্যতে আরও বড় বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।

এই ঘটনা কেবল একজন আসামিকে ছিনিয়ে নেওয়া নয়, বরং দেশের আইনের শাসনকে উপহাস করার একটি নগ্ন দৃষ্টান্ত। স্থানীয় রাজনীতি ও পুলিশ প্রশাসনের ওপর দলীয় প্রভাব কতটা গভীর হয়েছে, হোসেনপুরের এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status