|
উখিয়ায় বিজিবির অভিযানে মালিক বিহীন ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() উখিয়ায় বিজিবির অভিযানে মালিক বিহীন ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার শনিবার (২৫ অক্টোবর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র টহলদল সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন আনুমানিক তিন কোটি টাকা মূল্যের এক লাখ (১,০০,০০০) পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন রাত সাড়ে ৯টায় বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ হতে প্রায় ৩০০ গজ উত্তর-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টায় মিয়ানমার দিক থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীদের হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভেতর সাদা পলিথিন মোড়ানো একটি বায়ুরোধী ব্যাগে নীল রঙের ১০টি কাটে মোট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। রাতভর ওই এলাকায় বিজিবি সদস্যরা চিরুনি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” “বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
