ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
হারিকেনে সেলুন কর্মচারী সুকান্ত নিহতের ঘটনায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 23 October, 2025, 11:35 AM

হারিকেনে সেলুন কর্মচারী সুকান্ত নিহতের ঘটনায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

হারিকেনে সেলুন কর্মচারী সুকান্ত নিহতের ঘটনায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সেলুন শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় দীর্ঘ দুই ঘন্টা অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (২২অক্টোবর) রাত ৯টা-১১টা অবদি এই অবরোধের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর হারিকেন এলাকায় ট্রাকের ধাক্কায় সুকান্ত নামে একজন সেলুন কর্মচারী নিহতের জেরে স্থানীয়রা সড়কে এ অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন। তারা বিআরটিএ সড়কটি অবরোধ করে ঘাতক ট্রাক চালকের বিচার দাবি করেন এবং বিআরটিএ সড়ক বন্ধের দাবি জানান।

স্থানীয়রা বলেন, প্রতিনিয়ত বিআরটিএ সড়কে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটছে তবুও এর যথার্থ প্রতিকার পাচ্ছেন না তারা। অবরোধকারীরা জানান পদযাত্রা ব্রীজগুলো (ফুট ওভারব্রীজ) অপরিকল্পিত স্থানে এবং তা অচলাবস্থায় থাকার কারনেই প্রতিনিয়ত সড়কে এমন প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তাই তারা এর প্রতিকার চান।

পুলিশ জানায় অবরোধে আটকে থাকা জনভোগান্তি লাঘবে দীর্ঘ সময় কাজ করেন তারা। একপর্যায়ে পরিস্থিতী ঘোলাটে হবার উপক্রমে সেনাবাহিনীর সহায়তা চান। পরে ঘটনাস্থলে গাজীপুর সেনা ক্যাম্পের মেজর ওয়ালিদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এলে শিল্প পুলিশ, গাছা থানা পুলিশ ও সেনা সদস্যদের যৌথ চেষ্টায় রাত ১১টায় যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নগরীর গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বুধবার রাত ৯টার দিকে সুকান্ত নামে একজন সেলুন কর্মচারী সড়ক দূর্ঘটনায় কবলিত হয়। পরে তাকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে সুকান্ত মারা যায়। এক পর্যায়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে যৌথবাহিনীর সহায়তায় দুই ঘন্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সেনা কর্মকর্তা মেজর ওয়ালিদ জানান, সড়কে জনভোগান্তি রোধে সেনাবাহিনী সদা তৎপর রয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি জানান এমন ঘটনা সেনাবাহিনী বরাবরের ন্যায় আগামীতেও কঠোর হস্তে দমন করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status