|
কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তুলব : আসিফ মাহমুদ
আমজাদ হোসেন, সরাইল
|
![]() কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তুলব : আসিফ মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেন্দ্র দখল করে হামলা মামলার মধ্য দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে ১১ দলীয় জোট জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে একটি রাজনৈতিক দলের নেতারা আমাদের মা বোনদের নিরাপত্তার শঙ্কা তৈরী করছে। তারা মা বোনদের বিবস্ত্র করার মত ভয়ানক হুমকি দিচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আগামীর বাংলাদেশে যারা মা বোনদের ইজ্জত হারানোর জন্য আবির্ভূত হবেন, তাদের হাতকে পুড়িয়ে দেওয়া হবে। তাদের বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে হামলা করা হয়েছে, বিএনপির হামলায় ৩০/৩১ জন আমাদের সহযোদ্ধা আহত হয়েছে। সহযোদ্ধারা নিহত হওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। আমরা অনেক ধর্য্য ধরেছি। যদি আপনারা পেশিশক্তি দেখিয়ে কেন্দ্র দখল করে হামলা মামলার মধ্য দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেন তাহলে ১১ দলীয় জোট জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় সরাইল উপজেলা শহিদ মিনার চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ এনাম খাঁ,র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী মাওলানা আশ্রাফ উদ্দিন মাহদি ও জামায়াত নেতা মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
