|
কুড়িগ্রামে চরমোনাই পীর বলেছেন বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে চরমোনাই পীর বলেছেন বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই আজ ২৮ জানুয়ারি বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় উপরোক্ত কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় পীর সাহেব আরও বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা ৫বার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি। ৫ আগষ্টের পর এদেশের মানুষের ন্যায় বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশেও হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব জোট পরিস্কারভাবে বলেছে- তারা ইসলাম শরীয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয় তাহলে এই জীবনগুলো দেয়ার কি দরকার ছিল। আবু সাইদ তার বুক পেতে দিয়ে বৈষম্য কেন দুর করতে চেয়েছিলো। মুগ্ধ পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেন নাই। এসময় ইসলামের পক্ষের একটি মাত্র দল ইসলামি আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দেবার আহবান জানান তিনি। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রার্থী অধ্যক্ষ মাওঃ মোঃ নুর বখ্ত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মী প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
