|
কৃষিগুচ্ছ স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অপেক্ষমান শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কৃষিগুচ্ছ স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অপেক্ষমান শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ প্রকাশিত সময়সূচি অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়ার বিশ্ববিদ্যালয় ও ডিগ্রির নিশ্চয়ন প্রক্রিয়া শুরু হয়। মেধা তালিকার শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফির প্রথম দশ হাজার টাকা (অফেরতযোগ্য) অনলাইনে জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। এই ধাপ চলে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের বিপরীতে আজ ২৮ জানুয়ারি প্রথম অপেক্ষমান তালিকার প্রার্থীদের (কোটাসহ) মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম অপেক্ষমান তালিকার প্রার্থীদের ভর্তি ফির প্রথম দশ হাজার টাকা (অফেরতযোগ্য) অনলাইনে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। এই ধাপ চলবে আগামী ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে। এরপর পুনরায় শূন্য আসনের বিপরীতে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আরও দুই ধাপে অটোমাইগ্রেশন ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের (কোটাসহ) মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হবে। ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা শিক্ষার্থীদেরকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি এর সাথে পূর্বে জমাকৃত দশ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর কোনরুপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। এরপরও আসন শূন্য থাকলে ১১ মে অটোমাইগ্রেশন শেষে অপেক্ষমান থেকে ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে গাকৃবিতে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে ছাত্র-ছাত্রীদেরকে স্ব-শরীরে উপস্থিত ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ঘোষণা করবে বলে জানানো হয়েছে। কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
