ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
সাড়ে ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রস্তুত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 8:16 PM

সাড়ে ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রস্তুত

সাড়ে ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রস্তুত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৯৯ পদে নিয়োগ পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ— এনটিআরসিএ।

এবার প্রথমবারের মতো এসব পদে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হতে হচ্ছে।

নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গেছে বলে জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম।

প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তির বিষয়ে তিনি বলেন, "আমাদের বিজ্ঞপ্তি প্রস্তুত। কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে তো আবেদনপত্র অনলাইনে নিতে হবে, ওই প্লাটফর্মটা এখনো প্রস্তুত হয় নাই। প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানের টোটাল ১৩ হাজার ৫৯৯টি পোস্ট।"

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক-প্রভাষক নিয়োগে ‘সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’-এর কার্যক্রম চলায় আবেদন গ্রহণের প্লাটফর্ম মঙ্গলবার রাত পর্যন্ত প্রস্তুত না। ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক-প্রভাষক নিয়োগের ফল বুধবার প্রকাশ করা হয়েছে।

আবেদনপত্র নেওয়ার কারিগরি সহায়তার বিষয়ে বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে একটি সভা আছে জানিয়ে তিনি বলেন, "সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আমরা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ওইদিনই পত্রিকায় পাঠাবো বলে আশা করছি। সেক্ষেত্রে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।"

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ।

মঙ্গলবার জারি করা এক পরিপত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট ও সহকারী সুপারিনটেন্ডেন্ট ৮০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৮ নম্বরের মৌখিক পরীক্ষা নেবে এনটিআরসিএ।

তবে এ নিয়োগ পরীক্ষার পূর্ণমান হবে ১০০। বাকি ১২ নম্বর থাকবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর।

২০১৫ সাল থেকে এনটিসিআর-এর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ দেওয়া হতো প্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা পরিচালনা পর্ষদের মাধ্যমে।

কিন্তু এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status