|
বাকৃবি নিউট্রিশন ক্লাব ও মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে 'সবুজ প্রজন্ম' সেমিনার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবি নিউট্রিশন ক্লাব ও মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে 'সবুজ প্রজন্ম' সেমিনার অনুষ্ঠিত বুধবার (২৮জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে সকাল সাড়ে ৯টায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে সেমিনারের মূল কার্যক্রম শুরু হয়।রেজিষ্ট্রেশন শেষে সকাল ১০টায় অংশগ্রহণকারীদের ছয়টি গ্রুপে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ মোট ছয়টি বিষয়ের উপর পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। ![]() বাকৃবি নিউট্রিশন ক্লাব ও মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে 'সবুজ প্রজন্ম' সেমিনার অনুষ্ঠিত ![]() বাকৃবি নিউট্রিশন ক্লাব ও মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে 'সবুজ প্রজন্ম' সেমিনার অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক সোমা দত্ত বলেন, 'জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব বেশির ভাগ প্রভাব পড়ে নারী ও শিশুদের উপর।সরকার কাঠামোগত পরিবর্তন করবে কিন্তু আমাদের মূল দায়িত্ব হলো ব্যক্তি পর্যায় থেকে নিজেকে পরিবর্তন করা৷ জলবায়ু পরিবর্তন কাজ একক কোন ব্যক্তির কাজ নয় এটি একটি সম্মিলিত প্রচেষ্টা।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
