ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
বৃত্তির দাবিতে জবিতে ভবনে তালা, ভিসিসহ ৩০ কর্মকর্তা রাতভর অবরুদ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 January, 2026, 11:54 AM

বৃত্তির দাবিতে জবিতে ভবনে তালা, ভিসিসহ ৩০ কর্মকর্তা রাতভর অবরুদ্ধ

বৃত্তির দাবিতে জবিতে ভবনে তালা, ভিসিসহ ৩০ কর্মকর্তা রাতভর অবরুদ্ধ

বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা আজ সোমবার প্রশাসনিক ভবন ঘেরাও করে তালাবদ্ধ করে রেখেছেন। এ ঘটনায় উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিনসহ প্রায় ২৫-৩০ জন প্রশাসনিক কর্মকর্তা ভবনের ভিতরে রাতভর অবরুদ্ধ ছিলেন।

সোমবার(২৬ জানুয়ারি) সকালে জানা গেছে, রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং দুপুর ১২টার দিকে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ২০ ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবান্বিত ব্যাচ। প্রথম বর্ষে পুরান ঢাকার গিঞ্জি পরিবেশে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা রয়েছে। নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম কিস্তি যুক্ত করলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি থেকে বঞ্চিত হবেন। কিন্তু যমুনার আন্দোলনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

তিনি আরও জানান, আমার একার সিদ্ধান্তে কিছু হবে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কমিটির সবাই নিয়ে আলোচনা করা হবে।

এর আগে, রবিবার সকাল আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন ভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে অবস্থান গ্রহণ করেন।

অবস্থানরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন, ২০ ব্যাচের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারী সিদ্ধান্ত মানি না,বৈষম্যের সিদ্ধান্ত মানি না, ১, ২, ৩, ৪ বৃত্তি মোদের অধিকার, বৃত্তি আমার অধিকার, না দেওয়ার সাধ্য কার? জকসু ও প্রশাসন, দুই দেহ এক মন।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা প্রায় ২৫-৩০ জন অবরুদ্ধ আছি। সব কিছুর একটা সীমা আছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status