|
বৃত্তির দাবিতে জবিতে ভবনে তালা, ভিসিসহ ৩০ কর্মকর্তা রাতভর অবরুদ্ধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() বৃত্তির দাবিতে জবিতে ভবনে তালা, ভিসিসহ ৩০ কর্মকর্তা রাতভর অবরুদ্ধ সোমবার(২৬ জানুয়ারি) সকালে জানা গেছে, রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং দুপুর ১২টার দিকে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ২০ ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবান্বিত ব্যাচ। প্রথম বর্ষে পুরান ঢাকার গিঞ্জি পরিবেশে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা রয়েছে। নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম কিস্তি যুক্ত করলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি থেকে বঞ্চিত হবেন। কিন্তু যমুনার আন্দোলনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরও জানান, আমার একার সিদ্ধান্তে কিছু হবে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কমিটির সবাই নিয়ে আলোচনা করা হবে। এর আগে, রবিবার সকাল আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন ভবনের সামনে দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে অবস্থান গ্রহণ করেন। অবস্থানরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন, ২০ ব্যাচের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারী সিদ্ধান্ত মানি না,বৈষম্যের সিদ্ধান্ত মানি না, ১, ২, ৩, ৪ বৃত্তি মোদের অধিকার, বৃত্তি আমার অধিকার, না দেওয়ার সাধ্য কার? জকসু ও প্রশাসন, দুই দেহ এক মন। উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা প্রায় ২৫-৩০ জন অবরুদ্ধ আছি। সব কিছুর একটা সীমা আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
