|
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীর
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীর বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করবেন) বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মতবিনিময় সভায় ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, “রাঙ্গাবালী উপজেলায় আমার নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল নানাভাবে বাধা সৃষ্টি করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে অবহেলিত রাঙ্গাবালীর দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে ফেরি সার্ভিস চালু, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কবীর হুসাইন। এতে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মিজানুর রহমান, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক কামরুল আহসান, জামায়াতে ইসলামীর ঢাকাস্থ ফোরামের চেয়ারম্যান গাজী নুরুল হুদা এবং জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
