ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
স্বামীর পক্ষে ভোট চেয়ে পথসভায় বাংলায় বক্তব্য দিচ্ছেন চীনা স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 6:20 PM

স্বামীর পক্ষে ভোট চেয়ে পথসভায় বাংলায় বক্তব্য দিচ্ছেন চীনা স্ত্রী

স্বামীর পক্ষে ভোট চেয়ে পথসভায় বাংলায় বক্তব্য দিচ্ছেন চীনা স্ত্রী

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ভোটের প্রচারণায় নেমেছেন তার স্ত্রী ওয়াং লিনা। তিনি চীনা বংশোদ্ভূত।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধানের শীষের পক্ষে তার স্ত্রীর ভোট চাওয়ার ভিডিও পোস্ট করেন তিনি। মুহূর্তে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

গ্রামের অনেক নারী ও শিশুদের সামনে একটি পথসভায় মাইক্রোফোনে ওই বিদেশিনীকে বলতে শোনা যায়, ‘আপনারা ভালো, ইলেকশন ভালো, আমার হাজবেন্ডও ভালো, আপনারা আমার হাজবেন্ড জাকির হোসেন সরকারকে ধানের শিষে ভোট দিন।’

খোঁজ নিয়ে জানা যায়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের দিন থেকেই জাকির হোসেন সরকারের চীনা স্ত্রী ওয়াং লিনা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি প্রতিদিনই নিয়মিত কখনো নিজে আবার কখনো স্বামীর সঙ্গে বিভিন্ন গ্রামের পথসভায় ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন এবং ভাঙা ভাঙা বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছেন।

গতকাল মঙ্গলবার সদর উপজেলার আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে একটি পথসভায় স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার ভিডিওটি জাকির হোসেন সরকার নিজের ফেসবুকে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ও প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে আমি সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এরপর ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও আমাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফের বিপরীতে দলীয় প্রার্থী করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সে সময় আওয়ামী গুন্ডারা আমাকে নির্যাতন করে এলাকা ছাড়া করেছিল। ইচ্ছা থাকা সত্ত্বেও আমার স্ত্রী সে সময় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননি।

এবার সেই পরিবেশ থাকায় তিনি খুব উৎসাহের সাথে প্রচারণায় অংশ নিচ্ছেন। সাধারণ ভোটাররাও এই প্রচারণাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status