ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 6:10 PM

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এবং শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন দল-মত নির্বিশেষে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

সমাবেশে বক্তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত হাদী হত্যার বিচার সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি নেই। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তব্য রাখেন মো. মোকরামিন বিল্লাহ রুপক, সভাপতি, মানবতায় উৎসর্গ ফাউন্ডেশন এবং সদস্য সচিব, নিরাপদ সড়ক আন্দোলন, গাজীপুর মহানগর। তিনি বলেন, “হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে—ইনশাআল্লাহ।”

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিলে গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাজীপুর কমার্স কলেজ, গাজীপুর সিটি কলেজ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কাজী আজীমদ্দিন কলেজসহ অন্যান্য সংগঠন।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিলটি গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ হয়ে একই স্থানে এসে সমবেত হয়ে দোয়ার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status