ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি কারিগরি শিক্ষাও দক্ষ হতে হবে, তারেক রহমান
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Saturday, 25 October, 2025, 8:27 PM

জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি কারিগরি শিক্ষাও দক্ষ হতে হবে, তারেক রহমান

জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি কারিগরি শিক্ষাও দক্ষ হতে হবে, তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর যুগে প্রবেশ করেছে। জ্ঞান, বুদ্ধি, মেধা ও যোগ্যতার প্রতিযোগিতা এখন সর্বত্র। তাই এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক, ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, তোমরা মাদ্রাসা বা স্কুল যেখানেই পড়াশোনা করো না কেন, মনে রাখতে হবে, সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে। জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হতে হবে, পাশাপাশি কারিগরি শিক্ষায়ও দক্ষ হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তুলতে কাজ করছে। বিএনপি ঘোষিত ৩১ দফায় তা স্পষ্ট উল্লেখ করা আছে। বর্তমান বিশ্বে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে প্রতিযোগিতা চলছে সেখানে একনিষ্ঠতা ও দৃঢ় ইচ্ছাশক্তির বিকল্প নেই বলেও যোগ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,মেধা সহজাত হলেও এর বিকাশের জন্য দরকার নিয়মিত অনুশীলন, সঠিক পরিচর্যা ও প্রবল ইচ্ছাশক্তি। ধারাবাহিক প্রচেষ্টাই পারে তোমাদের ভবিষ্যৎ আলোকিত করতে। এর আগে তিনি উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে শিক্ষার্থীরা বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা, স্বাস্থ্য,পরিবেশসহ বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। প্রধান অতিথির বক্তব্য ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মুঈন খান, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও পাকুন্দিয়া বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পাকুন্দিয়া উপজেলার ৮৪টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার ২১১ জন শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতিটি গ্রুপের শীর্ষ ১০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status