|
দেশের উন্নতি চাইলে দূর্নীতিকে 'না' বলুন : মাসুদ সাইদী
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() দেশের উন্নতি চাইলে দূর্নীতিকে 'না' বলুন : মাসুদ সাইদী শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে— যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা।” তিনি আরও বলেন, “ ৫ই আগস্টের পর বাংলাদেশের জনগণ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।” জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেন, “দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামিই সক্ষম। জামায়াতের মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যানরা দায়িত্ব পালনকালে দুর্নীতি না করে প্রমাণ করেছেন— সদিচ্ছা থাকলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা সম্ভব।” তিনি আরও বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
