|
সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ আশরাফুজ্জামান আশু। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, অর্থ সম্পাদক আশরাফ হোসেন, আবু তাহের, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
