ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
পাইকগাছায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 October, 2025, 6:24 PM

পাইকগাছায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি,বিভিন্ন খাতের ব্যয় ও অর্জন মূল্যায়ন এবং জনগণের মতামত গ্রহণের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর অ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর শরিফুল আলম তুহিনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসাইন,ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী,আবু হাসান,হারুনুর রশিদ হিরু, নাজমা বেগম, খুকুমনি বেগম,ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি.এম.এম. আজারুল ইসলাম,সদস্য অধ্যাপক শেখ ফারুক আহমেদ।

কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আলী হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন,স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী ছন্দা সুলতানা,মা সংসদের স্পিকার মিতা রাণী দাসসহ বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ,সিবিও সদস্য,স্বাস্থ্য গ্রাম দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা ইউনিয়নের চলমান ওয়াশ বাজেটের (WASH Budget) অগ্রগতি, চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা বাজেট পরিকল্পনা ও বাস্তবায়নে স্বচ্ছতা,জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status