ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকদের মুখে আনন্দের হাঁসি
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 23 October, 2025, 6:22 PM

আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকদের মুখে আনন্দের হাঁসি

আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকদের মুখে আনন্দের হাঁসি

“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সূর্যমুখী, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আলফাডাঙ্গা। বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি কৃষকদের মুখে আনন্দের হাঁসি লক্ষ্য করা যায়।

গোপালপুর ইউনিয়নের কৃষক আলমগীর শেখ বলেন, সরকার আমাদের মতো ছোট কৃষকদের কথা ভাবছে এটাই সবচেয়ে বড় পাওয়া। এই সহায়তা পেয়ে এবার সরিষা আবাদে নতুন আশা জেগেছে।

টগরবন্দ গ্রামের কৃষক মিজান মোল্লা বলেন, বীজ আর সার কিনতে কষ্ট হতো। এবার সরকারি প্রণোদনা পেয়ে সেই চিন্তা দূর হলো। ভালো ফলনের আশা করছি।

বুড়াইচ ইউনিয়নের নারী কৃষক রুবিনা খাতুন বলেন,আমার মতো অনেক মহিলা কৃষক আজ এই সহায়তা পেয়েছে। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

প্রধান অতিথি তুষার সাহা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, কৃষকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। উপজেলা প্রশাসন সবসময় কৃষকের পাশে থাকবে।

পর্যায়ক্রমে মোট ২,৮৪০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে  ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে—সরিষা ১,৩৫০ জন, গম ৪০০ জন, সূর্যমুখী ২০ জন, শীতকালীন পেঁয়াজ ১৫০ জন, মুগ ৭০ জন, মসুর ৬০০ জন, খেসারী ৫০ জন এবং চিনাবাদাম ২০০ জন।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে প্রতীকীভাবে বীজ ও সার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলায় রবি ফসল উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষক ও কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status