|
গাজীপুরে অস্থায়ী মেলায় নাগরদোলা হেলে পড়ে আহত - ৫
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে অস্থায়ী মেলায় নাগরদোলা হেলে পড়ে আহত - ৫ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর শিমুলতলী বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গাজীপুরের বিভিন্ন স্থানে নিয়ম- নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বেশ ক'দিন আগে মাসব্যাপী মেলার এই আয়োজন করা হয়। শুরু থেকেই মেলা চত্বরে নাগরদোলা চলছিল। বিকেল ৫টার দিকে নাগরদোলায় চড়েন ২৫- ৩০ জন দর্শনার্থী। হঠাৎ চলন্ত নাগরদোলা হেলে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছামাদ বলেন, নিচে বালু থাকায় তা দেবে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। সাধারণত বালুর ওপর এতো বড় নাগরদোলা বসানোর নিয়ম নেই। তবে কর্তৃপক্ষ কার অনুমতি নিয়ে এমন ঝুঁকিপূর্ণ এলাকায় নাগরদোলা বসিয়েছে তা তাদের জিজ্ঞেস করা উচিত। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোঃ জাহিদুর হাসান বলেন, মেলার অনুমতির জন্য আমাদের কাছে আবেদন করেনি। তাই আমরা কোনো অনুমতি দেইনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
