খুলনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
খুলনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিন ব্যাপি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ সকালে আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সমবার ১৩ মে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপ-পরিচালক (জেনারেল) মোঃ আশরাফুজ্জামান (ফোকাল পয়েন্ট) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসাবে বিভিন্ন বিষয় সমূহ প্রশিক্ষনার্থীদের সামনে উপস্থাপন করেন। প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী প্রশিক্ষণে অংশ গ্রহনকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখে ছিলেন ক্ষুদা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার। দেশ ব্যাপি আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সহযোগীতা করতে হবে এবং আমাদের নিজেদের স্বার্থে তাঁর চিন্তা ও দর্শণ নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে তিনি সকলের প্রতি আহবান জানান। খুলনা রেঞ্জের সকল ব্যাটালিয়ন সমূহের পরিচালকবৃন্দ, জেলা কমান্ড্যান্টবৃন্দ, সহকারী পরিচালক ও সহকারী জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান স ালনা করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |