ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৪ কার্তিক ১৪৩২
বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের প্রথম রিসোর্স সেন্টারের উদ্বোধন
নাবিউর রহমান (চয়ন), কাজিপুর
প্রকাশ: Thursday, 28 November, 2024, 6:25 PM

বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের প্রথম রিসোর্স সেন্টারের উদ্বোধন

বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের প্রথম রিসোর্স সেন্টারের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (BAMTEI) তে দেশের প্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়েছে।  

গত বুধবার বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সভা কক্ষে অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) হোসনে আরা বেগম, উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক (গবেষণা) ড. রাজু মোহাম্মদ শহিদুল ইসলাম, জিআইজেড (GIZ) এর উপদেষ্টা মিস লরা, ICON এর আন্তর্জাতিক কনসালটেন্ট শেতা বত্র।

এছাড়া আরো উপস্থিত ছিলেন দেশের সকল সরকারি টেক্সটাইল ইন্সটিটিউটের অধ্যক্ষবৃন্দ, বস্ত্র অধিদপ্তরের উপপরিচালকসহ অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বস্ত্র শিক্ষার বাস্তবমুখী জ্ঞান অর্জনে রিসোর্স সেন্টারের গুরুত্ব তুলে ধরেন এবং পরবর্তীতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করার জন্য সকল অধ্যক্ষের প্রতি আহবান করেন। এরপর অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে আরো অংশ নেন ইনিস্টিউটের সকল শিক্ষার্থী, ও ইনস্টিটিউটের স্কাউটের সদস্য'রা।

এই রিসোর্স সেন্টারটি বস্ত্রঅধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, উর্মি গ্রুপ, GIZ এবং আইকন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে। সেন্টারটি টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। উর্মি গ্রুপ সেন্টারটির উন্নয়নে বিভিন্ন স্যাম্পল দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা BAMTEI এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় তারা সেন্টারটির উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃজন, শিল্প পরিদর্শন আয়োজন এবং আরও অনেক কাজে সহযোগিতা করবে। 

উল্লেখ্য যে, জার্মানভিত্তিক বায়িং হাউজ KIK-ও বিভিন্ন রিসোর্স প্রদান করে সেন্টারটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই রিসোর্স সেন্টারটি টেক্সটাইল শিল্পের বিকাশ ও দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরীতে গুরুত্বপূর্ণ পালন করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status