জয়পুরহাটে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 November, 2024, 6:54 PM
জুলাই -আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসিবুল হক, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত -আহত পরিবারের সদস্যরা।
এসময় বক্তরা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্ররা বৈষম্য নিরসনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুন:রায় দেশ স্বাধীন করেছে। আমরা গভীর শ্রদ্ধাভরে নিহতদের স্মরণ করছি।এখন রাষ্ট্র এবং সমাজের উচিত শহীদদেরকে যথাযথ সম্মান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা।
সভায় জেলার নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।