ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
আওয়ামীলীগ নেতার হুমকি বড়াইগ্রামে ১০ দিন ধরে বাড়ি ছাড়া ব্যবসায়ীর পরিবার
মোঃ আসমত উল্লাহ, বড়াইগ্রাম
প্রকাশ: Thursday, 28 November, 2024, 6:46 PM

আওয়ামীলীগ নেতার হুমকি বড়াইগ্রামে ১০ দিন ধরে বাড়ি ছাড়া ব্যবসায়ীর পরিবার

আওয়ামীলীগ নেতার হুমকি বড়াইগ্রামে ১০ দিন ধরে বাড়ি ছাড়া ব্যবসায়ীর পরিবার

নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর নওপাড়া গ্রামে স্থানীয় আওয়ামীলীগ নেতার হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুর রশিদ মুন্সী (৬৫) নামে বিএনপি সমর্থক এক ব্যবসায়ী ও তার স্বজনরা। জীবনের নিরাপত্তা না থাকায় গত ১০ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন তারা। বাড়িতে না থাকায় উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে তাদের মুদিখানা দোকানটি বন্ধ রয়েছে, এটিও তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন। বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবী করেন ওই ব্যবসায়ী ও তার সন্তানরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ব্যবসায়ীর ছোট ছেলে শফিকুল ইসলাম। এ সময় ব্যবসায়ী আব্দুর রশিদ মুন্সী, তার বড় ছেলে রফিকুল ইসলাম ও নাতি বাঁধন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সুত্রে জানা যায়, জোয়াড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম ব্যবসায়ী আব্দুর রশিদের তিন শতাংশ ভিটাজমি জবরদখল করে রেখেছেন। ইতিপূর্বে তিনি জেলা আ’লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আসাদুজ্জামানের উপস্থিতিতে ওই জমিতে ঘর তোলার চেষ্টা করেন। গত ১৯ নভেম্বর এ নিয়ে সালিশ বসলে শহীদুল ও তার লোকজন আব্দুর রশিদ মুন্সীর লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে তাদের পাঁচজন আহত হন। এরপর থেকে জীবনের নিরাপত্তার অভাব ও শহীদুল ইসলামের হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। উপার্জনের একমাত্র অবলম্বন মুদিখানা দোকানটি বন্ধ থাকায় কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় জীবনের নিরাপত্তাসহ ব্যবসা প্রতিষ্ঠানটি খোলার পরিবেশ তৈরির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। 


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status